সিনিয়র স্টাফ রিপোর্টার: রকিব হাসান রবিন।
শেরপুরের নকলায় ৬ ট্রাক চোরাই বালু আটক করেছে যুবদলের নেতৃত্বে নকলা থানা পুলিশ। নালিতাবাড়ী উপজেলার ভোগাই চেল্লাখালি নদী থেকে এসব চোরাই বালু নকলার পাইস্কা বাইপাস হয়ে ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় ১০০/১১০ টাকা স্কয়ার ফিট হিসেবে বিক্রি করার অভিযোগ দীর্ঘদিনের থাকলেও বিভিন্ন সময়ে নকলা উপজেলা প্রশাসনকে জানালে কোন ব্যবস্থা নেননি প্রশাসন।
এরই ধারাবাহিকতায় শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) জেলার সকল বালু উত্তোলনকারী মহলকে অবৈধ বলো ঘোষণা দিলেও বালু খেকোরা রাতের অন্ধকারে শত শত ট্রাক বালু চোরাই পথে বিক্রির অভিযোগ তুলেছে স্থানীয়রা।
১৬ মে (শুক্রবার) ভোর রাতে উপজেলা প্রশাসন (ইউএনও)কে বিষয়টি অবগত করার পর কোন ব্যবস্থা না নিলে উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক শফিউল আলম পলাশের নেতৃত্বে (যুবদল এবং শ্রমিকদলের) নেতৃবৃন্দ মিলে সারারাত অক্লান্ত পরিশ্রম করে ৬ ট্রাক বালু আটক করে ৯৯৯ এ ফোন করে জানালে নকলা থানা পুলিশ গিয়ে চোরাই বালু জব্দ করে থানায় নিয়ে আসেন বলে জানিয়েছেন নকলা উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউল আলম পলাশ।
বিষয়টি নিয়ে নকলা থানা পুলিশের এসআই আঃ খালেক এর সাথে কথা হলে তিনি বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে আমরা ৪ ট্রাক চোরাই বালু গাড়ী সহ থানায় আটক করেছি আরও ২ ট্রাক বালসহ গাড়ী ফেলে ড্রাইভার পালিয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
তবে, নকলা উপজেলা যুবদলের নেতৃত্বে এমন কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেছেন নালিতাবাড়ী উপজেলার চোরাই বালু উত্তোলন এলাকায় বসবাসরত ভুক্তভোগী স্থানীয়রা।