শনিবার, ২১ জুন ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

গৃহহীন দৃষ্টি প্রতিবন্ধী ও বুদ্ধি প্রতিবন্ধী মা-মেয়ের মানবতার জীবনযাপন

মোঃ আব্দুর রহিম (শরণখোলা) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহিম (শরণখোলা) প্রতিনিধি :

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সাউথখালি ইউনিয়নের খুঁড়িয়াখালী গ্রামের সহায় সম্বলহীন এক নারীর মানবেতর জীবনযাপন করছেন। খুড়িয়াখালী গ্রামের মৃত খালেক হাওলাদারের স্ত্রী খাদিজা বেগমের একচোখ অন্ধত্ব ও বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে কোন মতে জীবন যাপন করছেন।বর্তমানে মাথা গোঁজার ঠাঁই শেষ সম্বল টুকু কুঁড়েঘর ভেঙে গেছে। অন্যের বাড়ির বারান্দায় কিংবা রান্নাঘরে কোনমতে রাত কাটাতে হচ্ছে। একখণ্ড ঘরের জায়গা থাকলেও মাথা গোঁজার ঘর করার সামর্থ্য নাই। দিন এনে দিন খেয়ে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে খাদিজা বেগমের সময় যাচ্ছে। অকালে স্বামীর মৃত্যুতে খাদিজা বেগম সন্তানদের নিয়ে অসহায় হয়ে পড়েন। খাদিজা বেগম জানান, যদি কোন সহৃদয় ব্যক্তি কিংবা সমাজের উচ্চ পর্যায়ের সহায়তায় আমার ঘরটা কেউ তুলে দিতো তাহলে এই সাদামাটা বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে থাকতে পারতাম। দিন কাটে যেমত তেমন রাত আসলেই চোখের পানিতে বালিশ ভিজে যায়। বৃষ্টিতে যা কিছু আছে সব ভিজে নষ্ট হয়ে যায়। তাই আর্ত মানবতার সেবায় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ