বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন

চৌগাছায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় খুলনার সমাবেশ সফল করতে ঐক্যবদ্ধ প্রস্ততি

মোঃ আসিফ ইকবাল রকি যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

মোঃ আসিফ ইকবাল রকি
যশোর প্রতিনিধি

চৌগাছা (যশোর), ১৪ মে:আগামী ১৬ মে “শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার এবং ১৭ মে খুলনায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত সমাবেশ সফল করার জন্য চৌগাছা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) বিকেল ৪টায় চৌগাছার বেলা স্কুল মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবীর হোসেন বাবু ও আমিনুর রহমান মধু।
এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলি হায়দার রানা, যশোর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।

সভায় আরও উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দেশের তারুণ্যের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অংশ নিতে হবে। খুলনার সমাবেশ হবে তরুণদের শক্তির বহিঃপ্রকাশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ