বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

সাতকানিয়ায় কোনমতে থামছেনা রাতের আঁধারে মাঠি কাটা।

আবুল কাশেম, সাতকানিয়া প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

আবুল কাশেম, সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে প্রতিনিয়ত চলছে মাঠি কাটার প্রতিযোগিতা। উপজেলা প্রশাসনের উদ্যোগে মাঠি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকলেও কোনমতে থামছেনা রাতের আঁধারে মাঠি কাটা। একদিকে প্রশাসনের অভিযান অন্যদিকে মাঠি খেকোদের তৎপরতা, এতে বুজা যায় মাঠি কাটার প্রতিযোগিতাটা প্রশাসন আর মাঠি খেকোদের মধ্যে চলমান। এমন পরিস্থিতিতে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভিন্ন দলের পরিচয়ে সাতকানিয়ার কেঁওচিয়া, ধর্মপুর, ছদাহা, বাজালিয়া, কাঞ্চনাসহ বেশ কয়েকটি স্পটে রাতের আঁধারে মাঠি কাটার অভিযোগ উঠে আসছে। অনেকেই বলেন দিনের বেলায় চুপচাপ থাকলেও রাতের আঁধারেে জ্বীনের বেশে কৃষি জমির টপসয়েল কেটে নিয়ে যায় মাঠি খেকোর দল। কৃষি জমির টপসয়েল কাটার ফলে জমির উর্বরতা যেমন কমছে তেমন কমিয়ে যাচ্ছে ফসলের উৎপাদন, নষ্ট হচ্ছে পরিবেশ। সচেতন মহলের অভিযোগ মাঠি ভর্তি ডাম্পার চলাচলের কারনে গ্রাম্য মেটোসড়কগুলো গর্ত হওয়ার কারনে চলতি বর্ষা মৌসুমে সাধারণ জনগনের চলাচলে সিমাহীন দুরভোগ পোহাতে হবে। বিভিন্ন সূত্রে জানা যায় সরকারী নির্দেশনা অমান্য করে অবৈধভাবে মাঠি কেটে পাচার করছে উপজেলার বিভিন্ন ব্রিকফিল্ড ও বসত ভিটে ভরাটের কাজে। অবৈধ মাঠি কাটার বিরুদ্ধে সারাশি অভিযান জরুরী ও মাঠি খকোদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ