বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

দিনাজপুর সরকারি কলেজে ২ দিনব্যাপী বিজ্ঞান ও খাদ্য উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন

মো:সালাম রাব্বানী দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

মো:সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সরকারি কলেজে দুই দিনব্যাপী “সাইন্স অ্যান্ড ইনোভেশন ফেয়ার-২০২৫” এবং “ফুড ফেস্টিভাল-২০২৫”–এর বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে বুধবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং শান্তির প্রতীক পায়রা (কবুতর) উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. আল আব্দুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, “সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অনস্বীকার্য। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির জন্য শিক্ষার্থীদের আরও উদ্ভাবনী হয়ে উঠতে হবে।” তিনি কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, “বিজ্ঞান ও উদ্ভাবনের পথে এগিয়ে যেতে হলে শিক্ষার্থীদের গবেষণামূলক চিন্তা ও সৃজনশীলতা বৃদ্ধি করতে হবে। দিনাজপুর সরকারি কলেজ ইতিমধ্যেই এ ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেলা উদযাপন কমিটির সদস্য ড. মোঃ বাবুল হোসেন।
মেলার আহ্বায়ক বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ মোবারক আলী, মোহাম্মদ আলী ও সুজন।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন বিজ্ঞান ও খাদ্য স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
মেলা ১৪ ও ১৫ মে—এই দুই দিনব্যাপী চলবে। এতে বিভিন্ন বিভাগ ও ক্লাবের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিগত প্রয়োগ এবং বিভিন্ন প্রকার ঐতিহ্যবাহী ও আধুনিক খাবারের প্রদর্শনী উপস্থাপন করছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ