1. admin@alorbangladesh.com : Alor Bangladesh : Dainnik alor Bangladesh
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় চৌগাছায় এক নারীর মৃত্যু। নরসিংদীতে ১২ ডিসেম্বর জেলা হানাদার মুক্ত দিবস পালিত। রায়পুরা উপজেলার সাংবাদিক দের সাথে, নবাগত ইউ,এন,ও র মতবিনিময় সভা। সাতক্ষীরায় ইউএনওর অভিযানে চিংড়িতে পুশ করায় ১লক্ষ টাকা জরিমানা। দেশে ফিরেছেন মির্জা ফখরুল উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক দুম্বার মাংস বিতরণ । সীতাকুণ্ডের কুমিরায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজস্থলীতে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে ছাত্রদল নেতার গুমের সাথে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ধামরাইয়ে আশরাফ চৌধুরী উচ্চবিদ্যালয়ে ক্লাস পার্টি নানা আয়োজনে।

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে জেলা পুলিশের মতবিনিময়

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

গত ২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে দুপুরে ০৩:০০ ঘটিকায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ কুড়িগ্রাম জেলায় সুষ্ঠু সুন্দর ও সুশৃঙ্খল ভাবে উদযাপন করার লক্ষে কুড়িগ্রাম জেলা সদর সহ সকল উপজেলার পূজা উদযাপন পরিষদের সম্মানিত নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি জনাব রবি বোস, সাধারণ সম্পাদক জনাব দুলাল চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি জনাব ছানালাল বকসী, কচাকাটা থানা থেকে জনবা দিলীপ কর্মকার, নাগেশ্বরী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনবা মধু সূদন রায়, চিলমারী পূজা উদযাপন পরিষদের সভাপতি জনবা পবিত্র কর্মকার, ভূরুঙ্গামারী পূজা উদযাপন পরিষদের সভাপতি জনবা স্বপন কুমার সাহা, কুড়িগ্রাম সদর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি জনাব গন্ধরাজ চিলমারীর সভাপতি কর্নধর বর্মা, নাগেশ্বরীর যুগ্ন সাধারণ সম্পাদক জনাব বিনয় কুমার সেন, নাগেশ্বরী পূজা উদযাপন পরিষদের সভাপতি জনাব গোপীনাথ রায়, সহ সভাপতি জনাব ধীরেন্দ্রনাথ চক্রবর্ত্তী, উলিপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনাব উৎপল রায়, কচাকাটা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ জনাব নারায়ন গোস্বামী, রাজারহাট পূজা উদযাপন পরিষদের সভাপতি জনাব রবীন্দ্রনাথ কর্মকার, কুড়িগ্রাম পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি জনাব ডাঃ দীনেশ চন্দ্র সেন সহ অন্যান্য থানার পূজা উদযাপন পরিষদেরের নেতৃবৃন্দ।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ সুষ্ঠু সুন্দর ও সুশৃঙ্খল ভাবে উদযাপন করার লক্ষ্যে জেলা পুলিশের পাশাপাশি সম্মিলিত ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং চলমান সময়ে বিভিন্ন পূজা মন্ডবে ইতিমধ্যেই জেলা পুলিশের সদস্যদের নিয়মিত উপস্থিতি ও টহল কার্যক্রম জোরদার করায় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি কুড়িগ্রাম জেলার সকল পূজা মন্ডবকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে মর্মে জানান।

পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান বলেন, ইতিমধ্যেই আমারা কুড়িগ্রাম জেলায় শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষ্যে কয়েক স্তরের নিরাপত্তা পরিকল্পনা করেছি, এবং প্রতিদিন সকল সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ সহ সকল পুলিশ কর্মকর্তারা বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করছেন। পাশাপাশি সম্মানিত হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের মন্দিরের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে মর্মে সকলকে আশস্ত করেন। আসন্ন শারদীয় দূর্গাপুজাকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলায় কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে তাকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না।

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ. কে. এম. ওহিদুন্নবী, ডিআইও-০১ জনাব মোঃ আব্দুর রাজ্জাক মিঞা, ওসি ডিবি জনাব মোঃ আইয়ুব আলী সহ সকল থানা/ইউনিট ইনচার্জবৃন্দ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD