জলাশ পাহান স্টাফ রিপোর্টার নওগাঁ
স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতি একটি জাতির আত্ম পরিচয় এরই মূলধারায়
২৯ তম ঐতিহ্যবাহী কারাম উৎসব পালন উপলক্ষ্যে সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে,সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । নওগাঁ মহাদেবপুর উপজেলার দেওয়ান পুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা র্তিকী এর সভাপতিত্বে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান এর সঞ্চালনা উক্ত সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বক্তারা বলেন প্রতি বছরের ভাদ্র মাসে নেচে-গেয়ে কারাম উৎসব পালন করে আদিবাসীরা । বিপদ থেকে মুক্তি, অতিবন্যা ও খরা থেকে বাঁচতে দেশ ও মানুষের মঙ্গল কামনায় ঐতিহ্যবাহী ও সামাজিক উৎসবটি পালন করা হয়। কারাম বৃক্ষের পূজার মাধ্যমে ঢাকের তালে নিজস্ব সংস্কৃতির রেশে তরুণ-তরুণী, কিশোর-কিশোরীরা নেচে গেয়ে উৎসবে মেতে উঠেন। সন্ধ্যার প্রথম প্রহরে গান-বাজনার মাধ্যমে কারাম গাছ নিয়ে এসে যথাস্থানে বসান তারা এবং দ্বিতীয় দিন
বুধবার (১৮সেপ্টেম্বর) নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার দেওয়ানপুর প্রাথমি বিদ্যালয় মাঠে আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম পূজা ও সামাজিক উৎসবটি পালন করা হয়। উৎসবটি দেখার জন্য ওরাও,মুন্ডা,সাঁওতাল, মাহাতোসহ বিভিন্ন সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সমবেত হন।এই উৎসবের মাধ্যমে সকল আদিবাসী সম্প্রদায়ের মিলন মেলা হয় বলে উল্লেখ করেন তারা।বক্তব্যে তাঁরা আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চান বর্তমান অন্তর্বতীকালীন সরকারে কাছে এবং আদিবাসীদের সুরক্ষার জন্য আহ্বান জানান। বক্তব্য রাখে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাস হেবব্রম। অন্যান্যদের বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নকুল পাহান।
হাতুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মোঃ এনামুল হক। জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য মার্টিন মুরমু।
এনজিও সংস্থা আই,এস,সি
নিবার্হী পরিচালক অনিক আসাদ।
এনজিও সংস্থা আই,এস,সি ডিরেক্টর ফাইন্যান্স আবুল হাসনাত।বিশিষ্ট ব্যবসায়ী
ও লেখক আজিজুর রহমান।
ব্যবসায়ী শাহ আলম।
নওগাঁ জেলা সমন্বয়ক ও নওগাঁ জেল জাতীয় আদিবাসী পরিষদের উপাদেষ্ট
জয়নাল আবেদীন মুকুল।
জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি,দিলিপ পাহান।
জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক যোগেশ পাহান। জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার সাধারণ সম্পাদক অজিত মুন্ডা। নওগাঁ সদর উপজেলা নিতাই পাহান।জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলার সাধারণ সম্পাদক আইচান পাহান, দিলিপ পাহান।
পত্নীতলা উপজেলার সাধারণ সম্পাদক পরেশ টুডু,শুকুমার পাহান । নওগাঁ জেলা শাখা আদিবাসী ছাত্র পরিষদ সভাপতি মিঠুন পাহান, সাধারণ সম্পাদক নওগাঁ জেলা শাখার চঞ্চল পাহান শাকিল পাহান ও নওগাঁ জেলা আদিবাসী নারী পরিষদ, যুব পরিষদ ও ছাত্র পরিষদের সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন।বক্তব্য শেষে অংশগ্রহণকারীদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।