শনিবার, ২১ জুন ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

কুতুবদিয়া আলী আকবর ডেইল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসফিয়ার উদ্দিন সাজিদ (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ।

মোঃ নুরুন্নবী কক্সবাজার শহর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

মোঃ নুরুন্নবী কক্সবাজার শহর প্রতিনিধি

‎সোমবার (১২ মে) গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে উপজেলার ঘাটকুল পাড়া এলাকা থেকে এসফিয়ার উদ্দিন সাজিদকে গ্রেফতার করে।

তিনি আলী আকবর ডেইল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মশরফ আলী সিকদার পাড়ার বাসিন্দা দলিল মিয়ার ছেলে।

‎এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন বলেন, “অপরাধী যে-ই হোক, তার রাজনৈতিক পরিচয় বা অবস্থান আমাদের কাছে বিবেচ্য নয়।

কুতুবদিয়াকে অপরাধমুক্ত রাখতে আমাদের এই অভিযান চলমান থাকবে।”

‎গ্রেফতারের পর তাকে কুতুবদিয়া থানায় নিয়ে যাওয়া হয় এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ