মোঃ আসিফ ইকবাল
যশোর প্রতিনিধি
চৌগাছা পৌরসভার ৭ নং ওয়ার্ডের কালিতলার বাসিন্দা রাজু (৪২)।দীর্ঘ পাঁচ বছর ধরে জটিল কিডনি রোগে ভুগছেন। তার জীবন এখন সপ্তাহে ২-৩ বার ডায়ালাইসিস, নিয়মিত ইনজেকশন এবং ওষুধের ওপর নির্ভরশীল। প্রতিটি ডায়ালাইসিসে খরচ হয় ২,৮৫০ টাকা এবং মাসিক ওষুধ ও অন্যান্য চিকিৎসা বাবদ খরচ প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা।
চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে রাজুর পরিবার ইতোমধ্যেই প্রায় নিঃস্ব ব্যবহার করতে কি রাজুর পরিবার ইতোমধ্যেই প্রায় নিঃস্ব। কিন্তু এখন তিনি আরও সংকটের মধ্যে। কিডনির অবস্থা এতটাই খারাপ যে একমাত্র বিকল্প হচ্ছে কিডনি প্রতিস্থাপন। তবে এই জটিল অস্ত্রোপচারের খরচ প্রায় ৪০ লাখ টাকা—যা রাজুর পরিবারের পক্ষে একা বহন করা কোনোভাবেই সম্ভব নয়।
শারীরিকভাবে তিনি আরও দুর্বল হয়ে পড়েছেন। কিডনি রোগের কারণে তার ডান চোখের দৃষ্টিশক্তিও হারিয়েছেন।
রাজু এখন সমাজের সহানুভূতিশীল মানুষদের দিকে চেয়ে আছেন। তিনি বলেন, “আমি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আপনাদের সাহায্য ছাড়া এই চিকিৎসা সম্ভব নয়। মন থেকে দেওয়া সাহায্য কখনোই বৃথা যায় না—আল্লাহ নিশ্চয়ই প্রতিদান দিবেন।”
সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ: 01951762524
নগদ: 01797306660
ব্যাংক: পূবালী ব্যাংক, চৌগাছা শাখা
হিসাব নম্বর: 5115101042320
নাম: মো. রাজু
সবাইকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে, যে যেভাবে পারেন রাজুর চিকিৎসায় এগিয়ে আসুন। আপনার একটু সাহায্য একজন অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো হয়ে উঠতে পারে।