মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।
মালয়েশিয়ায় গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশিসহ চারজনকে আটক করেছে দেশটির পেনাং রাজ্যের পুলিশ। আটককৃতদের মধ্যে এক বাংলাদেশি ছাড়াও দু’জন স্থানীয় প্রেমিক যুগল ও একজন রোহিঙ্গা নাগরিক রয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে দেশটির পেনাং রাজ্যের গেলুগর জেলার লেংকক পেমাঞ্চারের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।
এসময় বাড়িতে তল্লাশি চালিয়ে ১২.৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে যার আনুমানিক মূল্য ৩৮ হাজার ৪৯৩ রিঙ্গিত। আটক দুজনের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।
পেনাং জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার সাজারি অ্যাডাম জানিয়েছেন, গাঁজা পাচারে সক্রিয় স্থানীয় প্রেমিক যুগলকে গ্রেফতারের সূত্র ধরে গাঁজা সরবরাহকারী রোহিঙ্গা ও বাংলাদেশি পুরুষকে শনাক্ত করা হয়েছে। এর আগে ৪২ বছর বয়সি স্থানীয় এক ব্যক্তি ও তার ৩৮ বছর বয়সি বান্ধবীকে একই দিন সকাল ১১টার দিকে পারমাং দামার লাউটের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এদিকে, পুলিশের ডোপ টেস্টে বাংলাদেশির মাদক পরীক্ষা পজিটিভ এসেছে বলেও জানান পুলিশ। আটকদের আগামী ১৭ এপ্রিল পর্যন্ত সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে এবং মাদক দ্রব্য আইনের ১৯৫২ সালের ৩৯বি ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে।