মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ডের মহাসড়কে গাড়ীর চাপায় এক ট্রাক হেলপার এবং নৈশ্য প্রহরীর নামে ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
উপজেলার বানুর বাজার থেকে মো: হাসান(৪৫) নামের এক ব্যক্তি এবং নৈশ্যপ্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার(১১ মে) সকাল ৬ টার দিকে উপজেলার ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে মহাসড়কের ভাটিয়ারী বি এম গেইট সংলগ্ন বানুর বাজার এলাকায়, গাড়ীর চাপায় প্রাণ হারান তিনি।
হাসান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব-সৈয়দপুর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।
বার আউলিয়া হাইওয়ে পুলিশ জানিয়েছে,সকালে হাইওয়ে মহাসড়কের পাশে ময়লা ফেলে আসার সময় ঢাকা-মূখী লেনে একটি গাড়ি হাসানকে চাপা দিয়ে চলে যায়।এতে তিনি ঘটনাস্থলে মারা যান।ভোরে লোকজন মৃত্যু ব্যক্তিকে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
বার আউলিয়ার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মোমিন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এই ঘটনায় আইনগত ব্যবস্তা নেওয়া হবে।
অপর দিকে শনিবার রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-মূখী একটি কাভার্ডভ্যান সামনে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দিলে এতে ট্রাকের হেলপার মো: সৈকত(২৬) ছিটকে মহাসড়কে পড়ে গেলে নিজ ট্রাকের চাপায় পিষ্ট হন তিনি।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করানো হয়।রবিবার ভোরে তার মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো:জাহাঙ্গীর আলম বলেন,ময়নাতদন্তের জন্য ট্রাক হেলপারের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।