মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।
মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ কর্মীদের বৈধকরণ প্রক্রিয়া ও চাইলে নিয়োগকৃত প্রতিষ্ঠান পরিবর্তন করার পদ্ধতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (৮ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে যৌথ কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মালয়েশিয়ার পুত্রাজায়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে একটি যৌথ কমিটির বৈঠক হয় এবং সেই বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যা সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো
১। বিদেশি শ্রমিকদের ভিসা বাতিল করে একবারে দেশে পাঠিয়ে দেওয়ার সময় নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এয়ারপোর্টে থাকতে হবে। যদি না থাকে তাহলে ওই কোম্পানির বিদেশি কোটা বাতিল করা হবে।
২। মালয়েশিয়ার কোন কোম্পানিতে যদি কাজ না থাকে তাহলে কোম্পানি অনুমতি দিলে সে যে কোম্পানিতে কাজ আছে সেই কোম্পানিতে ভিসা চেঞ্জ করতে পারবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বলেছেন, “এই সিদ্ধান্ত শুধু সরকারের জন্য নয়, বরং কোম্পানি মালিক ও শ্রমিক—দু’পক্ষের জন্যই সুফল বয়ে আনবে। এটি আন্তর্জাতিক শ্রম সংস্থাগুলোর সুপারিশকৃত একটি উত্তম অনুশীলন, যা অনেক উন্নত দেশে ইতিমধ্যে কার্যকর আছে।
যা যা ঘোষণা আসে নাই কিন্তু ভবিষ্যতে আসতে পারে।
১। বাংলাদেশের সাথে কলিং এখনোও চালু বা চুক্তি হয় নি । কলিং এর বিষয়ে বিস্তারিত জানা বা বলা যাবে ১৫ ই মে ।
২। মালয়েশিয়ার সরকার এখনো অবৈধ থেকে বৈধ হওয়ার ঘোষণা দেয়নি । কবে দিবে সেটাও আজকের ব্রিফিং কোন উল্লেখ্য করে নি । তবে মালয়েশিয়ার সরকার চাইলে যে কোন সময় ঘোষণা আসতে পারে।
তাই হুটহাট করে কেউ সিদ্ধান্ত নিবেন না । ইনশাআল্লাহ পরবর্তীতে আপডেট জানিয়ে দেওয়া হবে।
এ ছাড়া ওই বৈঠকে প্রায় ১০ লাখ বিদেশি কর্মী নিয়োগের বিষয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তবে কোন প্রক্রিয়ায় বিদেশি কর্মী নিয়োগ করা হবে, সেই বিষয়ে স্পষ্ট করে কোনো কিছু এখনো খোলাসা করেনি মালয়েশিয়া সরকার।