মো: রমিজ আলী,সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাজারে সবজির অস্বাভাবিক উর্দ্ধগতি থাকায় স্বল্প আয়ের সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাওয়ায় সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন ভাবে চালু করা হলো ন্যায্য মূল্যে সবজি বিক্রি” কৃষক বাজার।
বুধবাজ (২৩ অক্টোবর) সকাল ১১ টায় সীতাকুণ্ড পৌরসভার সামনে কৃষকদের সরাসরি বিক্রির কৃষক বাজার উদ্ভোধন করেন ইউ এন ও কে এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ।তাছাড়া আরো উপস্হিত ছিলেন সীতাকুণ্ড পৌরসচিব মো,নজরুল ইসলাম, সিকিউর সিটির ম্যানেজার, জামাত নেতা মো, আবুল হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
সবজির কৃষক বাজার উদ্ভোধনের পর পরই মূহুর্তের মধ্যে বাজারের সবজি সব বিক্রি হয়ে যায়। কৃষক বাজারে সবজির দাম নির্ধারণ করা হয়েছে বরকটি-৫৫ টাকা,ঝিংগা- ৫৫ টাকা,বেন্ডি ( ঢেরস) ৫৫ টাকা,লাউ বড় সাইজ-৫৫ টাকা,একটু ছোট সাইজ-৫০ টাটা,পরুল-৫৫ টাকা,মিষ্টি কদু প্রতি পিচ-৮০ টাকা( দুই থেকে তিন কেজি,) লাল শাক-২০ টাকা,কাকরল-৭০ টাকা,ডিম ১ডজন -১৪০ টাকা প্রতিদিন কিনতে পারবেন, তবে কেহ অধিক সবজি কিনতে পারবেন না, প্র তি সবজি এক কেজি করে ক্রয় করতে পারবেন।
কৃষক বাজার উদ্ভোধনকালে ইউ এন ও রফিকুল বলেন,বাজারে সবজির যেই উর্ধ্বগতি তা স্বল্প আয়ের লোকজন ক্রয় ক্ষমতার বাহিরে,তাই আমরা কৃষি অধিদপ্তরের সহায়তায় সর্বসাধারণ ক্রেতার কে ন্যায্য মূল্যে সবজি, ডিম বিক্রির উদ্যোগ নিয়েছি।এতে স্বল্প আয়ের সাধারণ লোকজন উপকৃত হবেন।