দিরাই প্রতিনিধি গোলাম জিলানী :
আজ ২৩শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪ টার দিরাই থানার রফিনগর ইউনিয়ন এর সেচনী গ্রামের -এ এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। আকস্মিক বজ্রপাতে মো:আবু আইয়ুব , আনুমানিক (২৪) বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মো: আবু আইয়ুব যখন হওয়রে ছিলেন তখন হঠাৎ বৃষ্টি শুরু হয় এবং একটি শক্তিশালী বজ্রপাত ঘটে।
এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। [নিহত ব্যক্তির] পরিবার ও আত্মীয়-স্বজনেরা গভীর শোকাহত।
স্থানীয় প্রশাসন পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, গ্রীষ্মকালে বাংলাদেশে বজ্রপাত একটি সাধারণ ঘটনা। তবে, সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের মাধ্যমে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত দেখা এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে খোলা স্থানে না থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।