শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

জগদল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন আব্দুল লতিফ

দিরাই প্রতিনিধি:গোলাম জিলানী
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি:গোলাম জিলানী

দিরাই উপজেলার জগদল আল ফারুক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিক হয়েছেন মোহাম্মদ আব্দুল লতিফ। সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ৩৭.১৪.৯১০০.০০০.৪০০-৬৯.০১১৭.২৫.৬৩০ নং স্মারকের বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে । ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষক আব্দুল লতিফ সভাপতি হওয়ার বিষয় টি নিশ্চিত করেন। তিনি এ বিদ্যালয়ের সাবেক ছাত্র ও
১৯৭৮-৭৯ সালে বিদ্যালয়টির ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন।সাবেক ছাত্র নেতা আব্দুল লতিফ ১৯৮৬ সালে মদন মোহন কলেজের ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
তিনি বিভিন্ন সময় জাতীয়তাবাদী যুবদল দিরাই উপজেলা শাখার আহবায়ক, সুনামগঞ্জ জেলা যুবদলের কার্যকরী কমিটির সদস্য ও সর্বশেস সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়ন পরিষদের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সিলেটস্থ দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং মাওলানা শেখ আব্দুল গফুর স্মৃতি ট্রাস্টের চেয়াম্যানের দায়িত্ব পালন করছেন।
শিক্ষানুরাগী, সমাজসেবক আব্দুল লতিফ বিদ্যালয়ের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ