বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF) নকলা উপজেলা শাখার স্বারকলিপি প্রদান!

সিনিয়র স্টাফ রিপোর্টার: রকিব হাসান রবিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টার: রকিব হাসান রবিন

সারাদেশের ন‍্যায় শেরপুরের নকলা উপজেলায় জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জেলা প্রশাসক ও নকলা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসসএফ) নকলা উপজেলা শাখা।

বুধবার (১৬ এপ্রিল) বিকাল ৫ টায় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও নকলা উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে একযোগে এ স্মারকলিপি প্রদান করেছে কেন্দ্রীয় কমিটির নেত্রীবৃন্দরা

স্মারকলিপি প্রদানের সময় বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর গণমাধ্যমকে বলেন, দেশে শিক্ষা সপ্তাহ, স্বাস্থ্য সপ্তাহ, কৃষি সপ্তাহ, মৎস্য সপ্তাহ, পুলিশ সপ্তাহ, পুষ্টি সপ্তাহ, আনসার সপ্তাহ, বিজিবি সপ্তাহ, চিকিৎসা সপ্তাহ, নৌ সপ্তাহ এবং হাত ধোয়া, পা ধোয়াসহ অগণিত সপ্তাহ এবং দিবস রয়েছে। যা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হলেও সাংবাদিকদের একটি মাত্র দিবস পালনের কোন আগ্রহ নেই সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের। ৩ মে বিশ্বের অধিকাংশ দেশে রাষ্ট্রীয়ভাবে গণমাধ্যম সপ্তাহ উদযাপন করা হলেও তা বাংলাদেশে হয় না। সাংবাদিকদের জন্য অধিক গুরুত্বপূর্ণ এ সপ্তাহটি ঢাকাসহ সারাদেশের জেলা উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন বিএমএসএফের আহ্বানে বিগত ৮ বছর যাবত এ সপ্তাহ উদযাপন করে আসছে।
স্মারকলিপিতে নেতারা উল্লেখ করেন, দেশ গঠনের ৫৪ বছরে সাংবাদিক সমাজকে নিজেদের দাবি এবং অধিকার নিশ্চিত করতে মাঠে আন্দোলন করতে হয়, যা বেমানান। সাংবাদিকতা এমনই একটি পেশা যারা নিজেদের রুটিরুজি -বেতন -ভাতা নিশ্চিত করতে, সাংবাদিকদের তালিকা প্রণয়ন করতে, সাংবাদিক নিয়োগ নীতিমালা কিংবা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য আজও মাঠে কাঁদছে, অথচ কোনো সুরাহা নেই।

১৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফরের নির্দেশনায় নকলা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি (দৈনিক দেশ রূপান্তর ) এর সাংবাদিক শফিউজ্জামান রানা ও বিপ্লবী সাধারণ সম্পাদক অপরাধ তথ্যচিত্রের সাংবাদিক মোঃ আরিফুর রহমানে’র নেতৃত্বে (বিএমএসএফ) এর কোষাধক্ষ্য আইনুল নাঈম দৈনিক সাতকাহন দৈনিক ভোরের বানী, প্রচার সম্পাদক মোঃ মাহাদী হাসান দৈনিক আমার বার্তা, নির্বাহী সদস্য মোঃ ফিরোজ উদ্দিন দৈনিক আই বার্তা, নির্বাহী সদস্য জহিরুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন।।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ