রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন আব্দুল্লাহ মাহমুদ

মিয়াদ হাসান স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

মিয়াদ হাসান
স্টাফ রিপোর্টার

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের বাংলা বিভাগের অন্যতম অঙ্গ সংগঠন ‘বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক সংগঠন’-এর ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেধাবী ও উদ্যমী শিক্ষার্থী আব্দুল্লাহ মাহমুদ। তাঁর এই দায়িত্বপ্রাপ্তি শুধু সহপাঠীদের মধ্যেই নয়, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে।

আব্দুল্লাহ মাহমুদ দীর্ঘদিন ধরে সংগঠনমূলক কার্যক্রম, বিতর্কচর্চা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি জাগ্রত করা, বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন, সহপাঠীদের মধ্যে দলগত কাজের মনোভাব তৈরি করা এবং সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ ঘটাতে তিনি সবসময় সচেষ্ট থেকেছেন। তাঁর প্রাণবন্ত উপস্থিতি ও উদ্যোগী ভূমিকার কারণে তিনি শিক্ষার্থীদের কাছে একজন অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

কমিটিতে দায়িত্ব পাওয়ার পর আব্দুল্লাহ মাহমুদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন বন্ধন শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের সবার মনের একটি প্ল্যাটফর্ম। এখানে আমরা শুধু বিতর্ক বা সাংস্কৃতিক চর্চাই করি না, বরং নিজেদের মধ্যে মূল্যবোধ, দায়িত্ববোধ ও নেতৃত্বগুণ তৈরি করি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং সহপাঠীদের সঙ্গে নিয়ে ইতিবাচক পরিবর্তন আনতে।

শিক্ষকরা মনে করছেন, আব্দুল্লাহ মাহমুদ একজন দায়িত্বশীল ও মেধাবী শিক্ষার্থী হিসেবে সংগঠনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর পরিকল্পনাশক্তি, দায়িত্ববোধ এবং নেতৃত্বগুণের ফলে আগামীতে বন্ধনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন তাঁরা। অন্যদিকে সহপাঠীরাও জানিয়েছেন, তাঁর মতো কর্মঠ এবং উদ্যমী একজন নেতা এই পদে আসায় তারা গর্বিত এবং আশাবাদী।

উল্লেখ্য, বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক সংগঠন বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের একটি সুপরিচিত সাংগঠনিক প্ল্যাটফর্ম। এই সংগঠন বহু বছর ধরে শিক্ষার্থীদের বিতর্কচর্চা, সাহিত্যচর্চা, সাংস্কৃতিক কার্যক্রম ও নৈতিক নেতৃত্ব বিকাশে অনন্য ভূমিকা পালন করে আসছে। সংগঠনের ব্যানারে শিক্ষার্থীরা জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সাফল্য অর্জন করেছে, যা প্রতিষ্ঠানটির গৌরবকে আরও উজ্জ্বল করেছে।

আব্দুল্লাহ মাহমুদ তাঁর পরিকল্পনা সম্পর্কে বলেন আগামীতে আমি চাইব বন্ধনের কর্মসূচি আরও বিস্তৃত হোক। শুধু কলেজ ক্যাম্পাসে সীমাবদ্ধ না থেকে আমরা যেন শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলতে পারি। সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক প্রতিযোগিতা, কর্মশালা ও সেমিনারের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের নতুন চিন্তা ও সৃজনশীলতায় উদ্বুদ্ধ করব।

বন্ধনের নতুন কমিটিতে আব্দুল্লাহ মাহমুদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্তি নিঃসন্দেহে সংগঠনের জন্য একটি আশাব্যঞ্জক অধ্যায়। তাঁর নিষ্ঠা, পরিশ্রম ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে সকলের প্রত্যাশা।

নবগঠিত কমিটিতে আরও যারা রয়েছেন তারা হলেন

সভাপতি : সানজিদা জামান (২০১৯-২০)
সহ-সভাপতি : মোঃ মাসুম বিল্লাহ (২০১৯-২০), শাকিব (২০২০-২১)
সাধারণ সম্পাদক : মোঃ তারিকুল ইসলাম (২০২০-২১)
যুগ্ম সাধারণ সম্পাদক : তিথিয়া আহসান নাহিয়ান (২০২০-২১), আব্দুল্লাহ মাহমুদ (২০২১-২২)
অর্থ সম্পাদক : মোঃ আতিকুর রহমান (২০২০-২১)
সহ-অর্থ সম্পাদক : ত্রিপ্তি দেবনাথ (২০২২-২৩)
সাংস্কৃতিক সম্পাদক : তাসনিমা আক্তার মৌরি (২০২০-২১)
সহ-সাংস্কৃতিক সম্পাদক : নারিজা আফরোজ (২০২১-২২)
সাহিত্য সম্পাদক : মুস্তাফিজুর ইসলাম (২০২১-২২)
সহ-সাহিত্য সম্পাদক : হারিসা নওরীন (২০২১-২২)
ক্রীড়া সম্পাদক : মাহিরুল ইসলাম (২০২০-২১)
সহ-ক্রীড়া সম্পাদক : মোঃ মাসুদ হাসান (২০২০-২১)
বিতর্ক সম্পাদক : মোঃ জিয়াউদ্দিন ইসলাম (২০২২-২৩)
সহ-বিতর্ক সম্পাদক : জান্নাতুল আজম (২০২২-২৩)
লাইব্রেরিয়ান সম্পাদক : রিয়াদুল ইসলাম রিয়াদ (২০২১-২২)
সহ-লাইব্রেরিয়ান সম্পাদক : জুবায়ের ইসলাম (২০২১-২২)
দপ্তর সম্পাদক : অর্ণব দাস (২০২২-২৩)
সহ-দপ্তর সম্পাদক : মুন্না ফরাজী (২০২০-২১)
তথ্য ও প্রচার সম্পাদক : তন্ময় সরকার (২০২০-২১)
সহ-তথ্য ও প্রচার সম্পাদক : আশরাফ মাহমুদ (২০২১-২২)
যোগাযোগ সম্পাদক : দোয়াতুল্লাহ (২০২২-২৩)
সহ-যোগাযোগ সম্পাদক : জিসান (২০২০-২১)

কার্যনির্বাহী সদস্যরা :
১. সিনথিয়া মিম (২০২২-২৩)
২. সাইফ আহমেদ (২০২০-২১)
৩. গোলাম কিবরিয়া (২০২০-২১)
৪. জান্নাতুল কারিমা মেঘি (২০২০-২১)

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ