বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

৫ দফা দাবি আদায়ে চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে বরিশাল শেবাচিম হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখা বন্ধ।

আবু সাঈদ রেশাদ।
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

আবু সাঈদ রেশাদ।

“৫ দফা দাবি আদায়ে চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বহির্বিভাগে রোগী দেখা বন্ধ রেখেছেন শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসকরা।

বুধবার (১২ মার্চ) সকাল থেকে এই কর্মসূচি শুরু করেছে তারা। ফলে দুর্ভোগে পড়েছে চিকিৎসা নিতে আসা শত শত মানুষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ১৫শ থেকে ২ হাজার মানুষ এই হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেন। আজ সকালেও একইভাবে সকাল ৮টা থেকে শুরু হয় আউট ডোরের টিকিট বিতরণ। কিন্তু ২/৩শ টিকিট বিতরণের পর তা বন্ধ করে দেয় হাসপাতালের কর্মীরা। পরে জানা যায় যে, ধর্মঘটে গেছেন চিকিৎসকরা। বেলা ১০টা পর্যন্ত রোগী দেখার পর কক্ষ ছেড়ে চলে যান চিকিৎসকরা। ফলে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা পড়েন চরম দুর্ভোগে।

কর্মবিরতিতে অংশ নেওয়া চিকিৎসক মর্তুজা আলম বলেন, কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি দেশব‍্যাপী পালিত হচ্ছে। আমাদের এখানে দেড়িতে খবর পৌঁছায় সকালে আউট ডোরের রোগীদের টিকিট বিতরণ শুরু হয়ে যায়। যতগুলো টিকিট বিতরণ হয়েছে তাদের চিকিৎসা দেওয়ার পরই আমরা কাজ বন্ধ করেছি। কেন্দ্র থেকে আসা সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব‍্যবস্থা নেওয়া হবে।

চিকিৎসা নিতে আসা রোগী নগরীর আমানতগঞ্জ এলাকার তাসলিমা বেগম বলেন, উনারা ধর্মঘটে যাবেন সেটা আগে বললেই পারতেন। হঠাৎ করে কাজ বন্ধ করে দেওয়ায় আমরা বিপদে পড়েছি। সকাল থেকে এসে বসেছিলাম ডাক্তার দেখানোর আশায়। এখন না দেখিয়েই ফেরত যেতে হচ্ছে। একইভাবে আরো কয়েকশ রোগী ফেরত যান চিকিৎসা না পেয়ে।

হাসপাতালের উপ—পরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন বলেন, ধর্মঘটরত চিকিৎসকদের সঙ্গে আলোচনা চলছে। আশা করি, খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ