ষ্টাফ রিপোর্টার আবু সাঈদ রেশাদ।
আজ পহেলা বৈশাখ ১৪৩২, বাংলা নববর্ষ। পুরোনো গ্লানি, হতাশা, মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বাংলা নববর্ষের প্রথম দিন আনন্দ শোভাযাত্রা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হলো বাংলা বর্ষবরণ ও পহেলা বৈশাখ।
বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে বরিশাল সার্কিট হাউস প্রাঙ্গন থেকে সকাল ৯ টায় শুরু হওয়া আনন্দ শোভাযাত্রা, সার্কিট হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীতে অংশগ্রহণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ রায়হান কাওছার, রেঞ্জ ডিআইজি বরিশাল জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, জেলা প্রশাসক বরিশাল জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার বরিশাল জনাব মোঃ শরিফ উদ্দিন, বিপিএম,বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক মন্ডলী ও কোমলমতি শিক্ষার্থীসহ নানান শ্রেণী পেশার ব্যক্তিবর্গ ।