গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি শাকিল।
আজ বৃহস্পতিবার ১৭ই অক্টোবর কালিয়াকৈর চন্দ্রা কলেজের পাশে যাত্রী ছাউনি ফুটপাতের দখলে।চন্দ্রা আশেপাশে ঘুরে দেখা গেল বিভিন্ন অবৈধভাবে হাইওয়ে রোডের পাশে দোকান করতেছে অনেক ব্যবসায়ী।এখানে চন্দ্র কলেজের পাশে যাত্রী ছাউনি যেখানে মানুষ বসার জন্য সরকার তৈরি করে দিয়েছে সেখানে গড়ে উঠেছে ফুটপাতে দোকান। ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে এক ব্যবসায়ী বলল যে পেটের দায়ে দোকান করে খাই। কি করবো আশেপাশের কল কারখানা ও বন্ধ তাই উপায় না পেয়ে দোকান করি। সেখানে এক যাত্রী বললে তিনি বলেন, আমরা এখানে বসতে পারি না। যাত্রী ছাওনি এখন ব্যবসায়ীদের দখলে।