বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে জরিমানা

মোঃ আসিফ ইকবাল রকি চৌগাছা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

মোঃ আসিফ ইকবাল রকি
চৌগাছা প্রতিনিধি।

যশোরের চৌগাছা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক সার ডিলারকে জরিমানা করা হয়েছে। সার ব্যবস্থাপনা আইনের ১২(৩) ধারায় উপজেলার সিংহঝুলী মল্লিকবাড়ির মল্লিক ট্রেডার্স-এর মালিক আব্দুল হালিম মল্লিকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এর আগে নীতিমালা ভঙ্গ করে সার বিক্রির অভিযোগে মঙ্গলবার ওই ডিলারের কাছ থেকে ২০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। জব্দকৃত সার উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে সরকারি মূল্যে বিক্রি করে তার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ