বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বেশি প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ভ্যাটকার বিলে ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার ০৬ অক্টোবর ২০২৫ সকালে উপজেলা মৎস্য দপ্তরের তত্ত্বাবধানে এ পোনা অবমুক্ত কার্যক্রম সম্পন্ন হয়।
২০২৫-২৬ অর্থবছরের “বেশি প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়, সরকারি খাল, বিল ও নদীতে এই পোনা অবমুক্ত করা হচ্ছে।
এরই অংশ হিসেবে ভ্যাটকার বিলে আজ ৪০০ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলার মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ।
তিনি বলেন,“আমরা দেশের মৎস্য সম্পদকে টেকসইভাবে সংরক্ষণ ও বৃদ্ধি করার জন্য কাজ করছি। ভ্যাটকার বিলসহ বিভিন্ন জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, তেমনি জেলেদের অর্থনৈতিক উন্নয়নও সম্ভব হবে।”
তিনি আরও জানান,
এই প্রকল্পের আওতায় শুধু মাছ প্রজনন বৃদ্ধির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর মাধ্যমে দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় মাছ যেমন ১৬০ কেজি রুই মাছ ৮০ কেজি কাতল মাছ ১৬০ কেজি মৃগেল মাছ পুনরায় উৎপাদনে সহায়তা পাবে।
স্থানীয় মৎস্যজীবী ও গ্রামবাসী জানান, এই উদ্যোগে তাঁরা অত্যন্ত আনন্দিত। নিয়মিত পোনা অবমুক্ত ও সংরক্ষণ কার্যক্রম অব্যাহত থাকলে এলাকায় মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে তাঁদের প্রত্যাশা।