স্টাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম সাভার।
আজ ২৩ মার্চ রবিবার সাভার পৌরসভার ১নং ওয়ার্ড রেডিও কলোনী বাসস্টান্ড সংলগ্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ ঢাকা জেলার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ন সুস্থতা কামনা ও গণতন্র পুনরুদ্ধার আন্দোলনে নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢালী আমিনুল ইসলাম রিপন, প্রতিষ্ঠাতা সভাপতি, প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটি।
প্রধান মেহমান ও আলোচক খন্দকার মাহ্ মাইনুল হোসেন বিল্টু, সিনিয়র সহ সভাপতব, ঢাকা জেরা এবং সভাপতি, সাভার পৌর বিএনপি।
সভাপতিত্ব করেন লায়ন শাকিল সরকার, সভাপতি, প্রজন্ম ৭১, ঢাকা জেলা।
বিশেষ অতিথি মোহাম্মদ আইয়ুব খাঁন, সাধারন সম্পাদক, যুবদল, ঢাকা জেলা।
ওবায়দুর রহমকন অভি, সাবেক সভাপতি, সাভার পৌর ছাত্রদল এবং বিশিষ্ট ব্যাবসায়ী।
ফেরদাউস আহম্মেদ প্রদীপ, সহ সবাপতি, পৌর বিএনপি।
সোরহাব হোসেস, সহ সভাপতি, সাভার পৌর বিএনপি।
গালিব ইমতেয়াজ নাহিদ, যুগ্ন সাধারন সম্পাদক, সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি।
মোঃ আরিফুল রহমাস, সাবেক সহ সভাপতি, যুবদল ঢাকা জেলাব্যারিষ্টার শিহাব খাঁন, এ্যাডভোকেট আপিল বিভাগ সুপ্রিম কোট।
সাইফুর রহমান, উপদেষ্টা, প্রজন্ম ৭১, ঢাকা জেলা।
মুহাম্মদ শামসুল আরিফ, সভাপতি, জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, উপদেষ্টা, প্রজন্ম ৭১, ঢাকা জেলা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাজিবুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ম্যান ফর ম্যান ফোর্স।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন দলীয় নেতা কর্মী ও এলাকার রোযাদার ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্যে মোঃ রাজিবুল ইসলাম বলেন, বিগত সময়ে অনেকেই জননেতা, জনপ্রতিনিধি হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ দেশ ও জনগণের সেবা করার কথা চিন্তা করলেও অধিকাংশ নেতা, জনপ্রতিনিথি জনগণের হক মেরে খেয়েছে, দুর্নীতি করেছে, অন্যায় ভাবে ক্ষমতার অবব্যায় করেছে।
তবে বর্তমানে সময় এসেছে, এই বাংলার বুকে আর কোন অন্যায় ভাবে কিংবা ক্ষমতার দাপটে কেউ যেন জনগগণের হক নষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, দেশের উন্নয়নে ও জনগণের খেদমত করার জন্য জনপ্রতিনিধিদের সর্বদা কাজ করতে হবে।
তিনি সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, এই দেশের উন্নয়নে ও জনগণের সেবা করার জন্য প্রজন্ম ৭১ সর্বদা নিষ্টার সাথে কাজ করবে।
তিনি সকল নেতা কর্মীদের একসাথে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করার আহব্বান জানিয়েছেন।