শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ক্রিকেটে কৃষিকে হারিয়ে চ্যাম্পিয়ন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদ 

পবিপ্রবি প্রতিনিধি; মুশতাক আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

পবিপ্রবি প্রতিনিধি; মুশতাক আহমেদ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আয়োজিত আন্তঃঅনুষদীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে কৃষি অনুষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদ। শনিবার (১ মার্চ)  দুপুর ১ টায় পবিপ্রবি সেন্ট্রাল ফিল্ডে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ফাইনালে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদ  বনাম কৃষি অনুষদ এর মধ্যকার ম্যাচটি পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদ ৮ উইকেটে জয়লাভ করে। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট, ম্যান অফ দ্যা ফাইনাল এবং টুর্নামেন্ট সেরা বোলার নির্বাচিত হন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী বিজয়ী দলের ক্যাপ্টেন নাহিদুজ্জামান আরাফ। এছাড়া টুর্নামেন্ট সেরা ব্যাটার নির্বাচিত হন আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী রবিউল ইসলাম।

ফাইনালে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন   উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড.  জিল্লুর রহমান। আরও উপস্থিত ছিলেন শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজয়ী অনুষদের  সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।  

উপাচার্য বলেন, খেলাধুলা সবাইকে মাদক সহ নেতিবাচক প্রভাব খেকে মুক্ত রাখে। তিনি এ সময় মাঠে সর্বদা খেলাধুলায় মুখোরিত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন, ম্যাচে যারাই জয়লাভ করুক দিন শেষে স্পোর্টস এরই জয় হয়েছে।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, খেলাধুলায় জয় পরাজয় থাকবেই, এতে মন খারাপ করা যাবেনা।

পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের জয়ের মাধ্যমে সমাপ্তি হলো দীর্ঘ ২০ দিনের আন্তঃঅনুষদীয় ক্রিকেট টুর্নামেন্টের। যেখানে বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং রানারআপ হিসাবে টুর্নামেন্ট শেষ করে কৃষি অনুষদ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ