বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

নাক্ষ্যংছড়ি জনসাধারণ মানুষেরা ভোগান্তিতে ভুগছে দেখার মতো কেউ নেই।

মোহাম্মদ নুরুন্নবী শহর প্রতিনিধি কক্সবাজার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ নুরুন্নবী শহর প্রতিনিধি কক্সবাজার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ও পাশের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২০ গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে রয়েছেন।

খুটাখালী খালের কাগজিখোলা পয়েন্টের ওপর একটি ব্রিজের অভাবে অচল হয়ে পড়েছে এলাকার মানুষের স্বাভাবিক জীবন ব্যবস্থা। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজ না থাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রী, ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য, কৃষকদের ক্ষেতখামার, মানুষের জীবনমান উন্নয়নসহ সাংস্কৃতিক দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে এলাকাটি। জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সর্ব উত্তরে ও লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সর্ব দক্ষিণে পুলিশ ফাঁড়ি সংলগ্ন খালটির অবস্থান। ওই পয়েন্টে একটি ব্রিজ নির্মাণে সড়ক ও যোগাযোগ উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। ফাঁসিয়াখালী ইউনিয়নের স্থানীয় বাসিন্দা মনসুর আলম ও কাগজিখোলা এলাকার বাসিন্দা বিএনপি নেতা বাবর বলেন,এই ব্রিজটি নির্মাণ করা হলে লক্ষাধিক মানুষের জীবনমান উন্নত হবে।
গত ৫ ফেব্রুয়ারী (বুধবার) বিকালে সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানাযায়, বাইশারী ও ফাঁসিয়াখালী ইউনিয়ন এলাকায় দুটি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাদ্রাসা, একটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, হাজার একর রাবার বাগান ছাড়াও ফলদ, বনজ এবং আবাদি জমি রয়েছে।
রয়েছে জনসাধারণের নিরাপত্তা জন্য একটি পুলিশ ফাঁড়ি, মসজিদ, মক্তব ও বৌদ্ধবিহারও। কিন্তু খুটাখালী খালের কাগজিখোলা পয়েন্টের ওপর নেই একটি ব্রিজ। শুষ্ক মৌসুমে কোনমতে এপার-ওপার যাতায়াত করা গেলেও বর্ষা মৌসুমে মোটেও সম্ভব হয় না। এতে বাইশারী ও ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। নদী পার হতে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয় স্থানীয়রা। নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম জানায়, কাগজিখোলা পুলিশ ফাঁড়ি সংলগ্ন খালের ওপর ব্রিজ নির্মাণ করা হলে ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য এবং সহজে কাগজিখোলা বাজারে মাল আনা-নেয়া সম্ভব হবে। পাশাপাশি লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। জানা গেছে, ব্রিজটি নির্মাণ করা হলে স্কুল, মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রী বর্ষাকালে সহজে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে। কৃষকের কৃষিপণ্য শাক-সবজি, রবিশস্য, রাবার বাগানের উৎপাদিত রাবার সামগ্রী গাড়িতে আনা-নেয়াসহ অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে যাবে গ্রামের মানুষ। অন্যদিকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জন্য পুলিশ তাদের কাজের পরিধি বাড়াতে পারবে। কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক বোরহান উদ্দিন জানান, ব্রিজটি নির্মাণ হলে মানুষের সেবা ও অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে। অন্যদিকে খুটাখালী খালের কাগজিখোলা পয়েন্টে ব্রিজ না থাকায় দুর্ভোগের সত্যতা স্বীকার করে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা জাকের হোসেন মজুমদার বলেন, ব্রিজটি নির্মাণ হলে বাইশারী ও ফাঁসিয়াখালী ইউনিয়নের ১৫ গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তন হবে।
এবিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম জানান, আমি নিজেই উক্ত জায়গাটি পরিদর্শন করেছি। ব্রীজটি খুবই জরুরী। এ বিষয়ে উর্ধ্বতন কতৃপক্ষের নিকট কাগজপত্র পাঠানো হয়েছে।আশা করি আগামীতে হয়ে যাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ