সোমবার, ১৬ জুন ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

বাগেরহাটের শরণখোলায় ট্রলিচাপায় যুবক নিহত

মোঃ আব্দুর রহিম শরণখোলা (প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহিম শরণখোলা (প্রতিনিধি) :

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। এবারের দুর্ঘটনায় ব্যতিক্রম ঘটনা ঘটেছে।
শরণখোলায় নিয়াজ মোল্লা (২৮) নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন। সোমবার ২০ জানুয়ারি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে রোববার বিকেলে শরণখোলা উপজেলার সাউথখালি ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন খুঁড়িয়া খালী বাজারে দুর্ঘটনার শিকার হন নিয়াজ মোল্লা। প্রথমে তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।নিহত নিয়াজ মোল্লা সাউথখালি ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের মনির মোল্লার ছেলে।স্থানীয়রা জানান, খুড়িয়াখালি বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী আঃ রহিম খানের গোলা থেকে তার চালক তিন টন রড বোঝাই করে বের হন।বাজারের চৌরাস্তার মোড়ে উঁচু স্থানে অতিরিক্ত রড বোঝাই ট্রলিটি আটকে যায়। এ সময় অপর ট্রলি চালক নিয়াজ মোল্লা আাটকে পড়া ট্রলিতে ধাক্কা দিয়ে উঠাতে গিয়ে নিজেই চাকার নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।নিহতের বাবা মনির মোল্লা বলেন, তার ছেলের মৃত্যু একটা দুর্ঘটনা। এ ব্যাপারে তার কোন অভিযোগ নেই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ