মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

শেরপুরের নকলায় বিজয় দিবসে শহীদ মিনারে যুবদল নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন।

সিনিয়র স্টাফ রিপোর্টার: রকিব হাসান রবিন, নকলা, শেরপুর।
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টার: রকিব হাসান রবিন, নকলা, শেরপুর।

শেরপুর জেলাধীন নকলা উপজেলা যুবদলের কারা নির্যাতিত সংগ্রামী আহবায়ক শফিউল আলম পলাশ এর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা সরকারি হাজী জাল মামুদ কলেজের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
নকলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক শফিউল আলম পলাশ বলেন, মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনার স্বাধীনতা ঘোষণা পরপরই দেশের সকল শ্রেণির মানুষ দেশকে শত্রু মুক্ত করতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পূর্বমুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের প্রথিতযশা চিকিৎসক, সাহিত্যতিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক ও সুশীল ব্যক্তিবর্গকে তুলে নিয়ে হত্যা করে। আমরা নকলা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাই মিলে শহীদ বুদ্ধিজীবী ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

কর্মসূচিতে অংশ নেন শিল্পপতি ওমর ফারুক বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ ও তৃণমূল পর্যায়ের বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ