বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

চট্টগ্রাম পুলিশ সদস্য হত্যা মামলায় ১০জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম নগরীর খুলসি থানাধীন টাইগারপাস আমবাগান এলাকায় এবং ২০১৩ সালে ছিনতাই কারীদের হামলায় পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার( ১২ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আড়াই লক্ষ টাকা জরিমানার অর্থ নিহতদের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৫জন আদালতে উপস্থিত ছিলেন, এবং বাকি ৫জন পলাতক। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মোহাম্মদ জাবেদ , নুরুল আলম, সুমন মোল্লা , হারুন অর রশিদ, তপন চন্দ্র সরকার , মিন্টু দাস , আরছাল ওরফে রাসেল, ফারুক ওরফে বুলেট ফারুক , মোঃ সোহেল , মোহাম্মদ বাবুল, ২০১৩ সালে (৩ নভেম্বর) খুলশী থানার টাইগারপাস আম বাগান এলাকায় ভিআইজি বাংলোর সামনে ছুরিকঘাতে কনস্টেবল আব্দুল কাইয়ুম নিহত হন।ওইদিন একটি ছিনতাইয়ের ঘটনা দেখে বাধা দিতে গেলে ছিনতাইকারী পুলিশের ওপর হামলা চালায় এতে আরো ৩জন পুলিশ সদস্য আহত হন। এই হত্যা মামলায় মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ