বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা: ভোক্তা অধিকার লঙ্ঘনে ৩ ব্যবসায়ীকে জরিমানা

মনোহরদী, নরসিংদী।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

মনোহরদী, নরসিংদী।

অদ্য ০৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখ বেলা ১২টা ১০ মিনিটে নরসিংদী জেলার শিবপুর উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। সম্মানিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব আব্দুর রহিম মহোদয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ মাহমুদুর রহমান মহোদয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তিনজন ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ শাহনেওয়াজ, স্যানিটারি ইন্সপেক্টর এবং নিরাপদ খাদ্য পরিদর্শক (অতিরিক্ত দায়িত্বে) মোঃ মোবারক হোসেন, উপজেলা ভূমি অফিসের স্টাফবৃন্দ ও নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স।

প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তার অধিকার রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ