শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন

উসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, পথ সভা ও দোয়ার আয়োজন দিরাই স্থানীয় থানা পয়েন্ট।

স্টাফ রিপোর্টার গোলাম জিলানী দিরাই :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার গোলাম জিলানী দিরাই :

দিরাইয়ে উসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে দিরাই থানা পয়েন্ট থেকে ‘জুলাই বিপ্লবীদের’ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রশাসনের উদ্দেশ্যে তিন দফা দাবি উত্থাপন করা হয়, লিখিত দাবিসমূহ পাঠ করেন ছাত্রনেতা ক্বারিমুল হক তার সাথে উবায়দুল্লাহ্ তাহমিদ প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন। তিনি আরো বলেন- উত্থাপিত দাবিগুলো ৪৮ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন না হলে দিরাই থানা পয়েন্টে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

দাবিসমূহ হলো ১.দিরাই–শাল্লা এলাকার আওয়ামী লীগ সংশ্লিষ্ট সকল বর্তমান ও সাবেক নেতাকর্মীকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও চিরুনি অভিযান পরিচালনা করতে হবে।

২.প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্টদের ধরতে ব্যর্থ হলে বা কাউকে আশ্রয়–প্রশ্রয় দেওয়া হলে সংশ্লিষ্ট প্রশাসনকে দায়ভার গ্রহণ করতে হবে।৩.আওয়ামী লীগের বর্তমান ও সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দ, সম্পদের হিসাব নিশ্চিতকরণসহ অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

উবায়দুল্লাহ তাহমিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন—
মাওলানা নুরুদ্দীন আহমদ সাহেব, হাফেজ মাওলানা লুকমান আহমদ, মাস্টার শাহিনূর আলম, ছাত্রনেতা আতাহার আলী রাহাত, সৌরভ আহমদ প্রমুখ।

সর্বস্তরের ছাত্র-জনতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং শহীদ উসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে মাওলানা নুরুদ্দীন আহমদ সাহেবের দোয়ার মাধ্যমে বিক্ষোভ সমাবেশ সমাপ্তি করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ