শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

চিতলমারীতে আন্তর্জার্তিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস পালিত

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি।

‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ র‌্যামিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জার্তিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় চিতলমারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন।

চিতলমারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আতিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার প্রতিনিধি উপ-পরিদর্শক (এস আই) ইমন হাসান, এনজিও ব্র্যাক প্রতিনিধি শুলশানারা খাতুন এ্যানি, সিএসএস শাখা ব্যবস্থাপক আবু মূছা ও প্রশিক্ষক ইয়াবুল হেলাল।
এ সময় আরও বক্তব্য রাখেন মোটর ড্রাইভিং শিক্ষার্থী ফারজানা আক্তার ও বিদেশ ফেরত শিক্ষার্থী সমির মন্ডল।

অনুষ্ঠানটি সঞ্চালনে ছিলেন চিতলমারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক সবুজ সরদার।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ