
কয়রা(খুলনা) প্রতিনিধি –
কয়রা উপজেলা প্রশাসনের আয়ােজনে শহীদ বুদ্ধীজীবি দিবস পালন উপলক্ষে আলােচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে ১৪ ডিসেম্বর ( রােববার) সকাল সাড়ে নয় টায় স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলােচনা সভা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলােচনা সভায় বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ,মুক্তিযােদ্ধা সংসদের আহবায়ক জিএম মাওলা বক্স, পরিসংখ্যান কর্মকর্তা জামাল ফারুক, উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, ফায়ার সার্ভিস স্টেশনের আব্দুস সালাম, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন,সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু প্রমুখ।