বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

বোয়ালখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

মো: তাজুল ইসলাম, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

মো: তাজুল ইসলাম,
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বছরের প্রতিপাদ্য “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ বোয়ালখালী উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উদযাপন করা হয়েছে।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ.কে.এম ইছমাইল সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।

বিশেষ অতিথি ছিলেন- দূর্নীতির দমন কমিশন (সজেকা চট্টগ্রাম-২) এর সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস এম আফজার রহমান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি শাহেদা বেগম, মোহাম্মদ মফিজুল আলম, সদস্য নাসরিন আক্তার, ফাতেমা বেগম,এসএম গোলাম মোস্তফা, দিল আফরোজা পারভীন, আব্দুর রহমান খান প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ।

সভায় প্রধান অতিথি বলেন— স্বচ্ছতা, জবাবদিহি ও নৈতিকতার চর্চা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। দুর্নীতিকে রুখতে তরুণদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ