বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

সমাজ উন্নয়নে বাগেরহাটে শ্রেষ্ঠ ‘অদম্য নারী পুরস্কার’ পেয়েছেন রুনা গাজী

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি।

রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে এ্যাড. রুনা গাজী চিতলমারী উপজেলা ও বাগেরহাট জেলায় সমাজ উন্নয়নে অবদান রাখায় শ্রেষ্ঠ ‘অদম্য নারী পুরস্কার’ পেয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন ও বিকেলে চিতলমারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পৃথক ভাবে তাঁর হাতে সম্মাননা পুরস্কার এবং সম্মাননা পত্র তুলে দেন। এ্যাড. রুনা গাজী চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের ব্রহ্মগাতী গ্রামের এ্যাড. ফজলুল হকের স্ত্রী। তাঁর বাবার নাম মোঃ কাওছার গাজী ও মাতার নাম হাসিনা বেগম।

সমাজ উন্নয়নে শ্রেষ্ঠ ‘অদম্য নারী পুরস্কার’ সম্পর্কে চিতলমারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান জানান, রুনা গাজী একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী। ছাত্র জীবন থেকে তিনি নারীর অধিকার নিয়ে কাজ করেন। বিশেষ করে স্কুল থেকে ঝড়ে পড়া ছাত্রীদের পুনরায় স্কুলে ফিরিয়ে আনা।

এ বছর রুনা গাজীকে বাল্যবিবাহ রোধ নারী শিক্ষার জন্য সর্বদা সচেষ্ট ও অগ্রনী ভূমিকা পালন করেছেন। একটি মেয়ে লেখাপড়া মাধ্যমে কিভাবে সমাজে অবদান রাখতে তা অবিভাবকদের বোঝানোর চেষ্টা করেন। এ পর্যন্ত তিনি ঝরে পড়া প্রায় ২০০ জন ছাত্রীকে পুনরায় স্কুলে ফিরিয়ে আনতে পেরেছেন। প্রায় ৫০টি বাল্য বিবাহ রোধ করেছেন। যৌতুক প্রতিরোধ, ইভটিজিং বন্ধের জন্য ছাত্র এবং স্কুলের আশেপাশে, পাড়া মহল্লায় উঠান বৈঠকের আয়োজন করেন। তিনি সমাজের পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য তাদের প্রশিক্ষনের ব্যবস্থা করেন। প্রশিক্ষন শেষে তারা যাতে কাজ করতে পারেন সেজন সার্বিক সহায়তা করেন। সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন মহল্লায় উঠান বৈঠক করেছেন। যৌতুকের স্বীকার নারীদের পক্ষে আইনী লড়াই, গর্ভবর্তী নারীদের স্বাস্থ্য সেবা বিষয়ে তিনি ব্যপক প্রচার চালিয়েছেন।

ফলে অনেক গর্ভবর্তী মহিলা স্বাস্থ্য সেবা নিয়েছে। তিনি ২০১৪ সালে চিতলমারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বচিত হওয়ার পর নারীদের নিয়ে কাজ করার সুযোগ আর ও বৃদ্ধি পায়। নির্বচিত হওয়ার আগে যে সকল কাজ তিনি করতেন তাঁর কাজের পরিধি উপজেলার সর্বত্র প্রসারিত হয়। মহিলা ভাইস চেয়ারম্যান থাকাকালীন তিনি অসংখ্য মহিলাকে নিজের পায়ে দাড়াতে সাহায্য করেন। সরকারী অনুদানের ব্যবস্থা করেন। ২০১৫ সালে মহিলা জনপ্রতিনিধিদের সংগঠন মহিলা ফোরামের বাগেরহাট জেলার সাধারন সম্পাদক নির্বচিত হন। সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর জেলা ব্যাপী কাজ করার সুযোগ তৈরি করেন। এ সব বিবেচনায় তাকে ২০২৫ সালের চিতলমারী উপজেলা “অদম্য নারী” হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি বাগেরহাট জেলায়ও শ্রেষ্ঠ “অদম্য নারী” নির্বাচিত হয়েছেন।

এ্যাড. রুনা গাজী বলেন, ‘রোকেয়া দিবসে উপজেলা ও জেলার শ্রেষ্ঠ “অদম্য নারী” পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত। এই পুরস্কার আমাকে আরও কাজ করার জন্য অনুপ্রানিত করবে। সবার কাছে আমি দোয়া চাই।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ