বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

দিনাজপুরে জাসাসের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মোঃ সালাম রাব্বানী স্টাফ রিপোর্টার,দিনাজপুর।
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর।

দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক–সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৮ ডিসেম্বর (সোমবার) বিকেলে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

জেলা জাসাসের আহ্বায়ক প্রভাষক মো. আখতারুজ্জামান আখতার-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব হুমায়ুন কবির আনফ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি অ্যাডভোকেট মো. আব্দুল হালিম, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র উপদেষ্টা অ্যাডভোকেট মো. আনিসুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা যুবদলের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর এ.কে.এম. মাসুদুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, জেলা তাঁতী দলের সভাপতি মো. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান হাসু খান, পৌর তাঁতী দলের সভাপতি মো. হীরা আহমেদ, সদস্য সচিব মো. মেহেদী হাসান শরীফসহ জেলা ও পৌর জাসাসের নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ