
মোঃ রবিউল আউয়াল প্রতিনিধিঃ
ঠাকুরগাঁ উপজেলায় সারের কৃত্রিম সংকট, বিতরণে অনিয়ম ও দালালচক্রের দৌরাত্ম্যের প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী কৃষকদল। সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা কৃষকদলের সভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি জানান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর (আলিফ), সাংগঠনিক সম্পাদক মো. বকুল মজুমদারসহ অঙ্গসংগঠনের নেতারা। এতে সাধারণ কৃষকরাও উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে সার সংকট থাকলেও এ মৌসুমে পরিস্থিতি আরও প্রকট হয়েছে। অনেক কেন্দ্রে পর্যাপ্ত সার না থাকায় কৃষকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। কোথাও সীমিত পরিমাণ সার দেওয়া হচ্ছে, যা ফসল উৎপাদনের প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।
তারা আরও বলেন, সারে সরকারি ভর্তুকি থাকা সত্ত্বেও অনিয়ম, অস্বচ্ছতা ও দালালচক্রের কারণে ন্যায্য মূল্যে সার পাচ্ছেন না কৃষকরা—যা উৎপাদন ব্যাহত করছে এবং খরচ বাড়িয়ে দিচ্ছে।
বক্তারা দ্রুত সার সংকট নিরসন, কার্যকর মনিটরিং, দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিতের দাবি জানান।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।