
মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর।
আজ শুক্রবার (০৫ ডিসেম্বর ২০২৫) দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা জোবায়ের সাঈদকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক ও দিনাজপুর-২ আসনের মনোনীত প্রার্থী জননেতা মাওলানা জোবায়ের সাঈদ।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল ওয়াহিদ শাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস বিরল উপজেলা শাখার সভাপতি মুফতি আনোয়ারুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—১নং নাফানগর ইউনিয়ন সভাপতি আবু তালেব ও সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন ২নং নাফানগর ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা সোহেল আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক
৩নং ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল মজিদ
বাংলাদেশ খেলাফত যুব মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব হাফেজ আব্দুল মোতালেব সিয়াম শাহ
এ ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিসের ছয়টি ইউনিয়নের নেতৃবৃন্দসহ স্থানীয় সর্বস্তরের জনগণ সভায় অংশগ্রহণ করেন।