রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

দিনাজপুর-৫ আসনে বিএনপির নমিনেশন পেলেন ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।

ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি।

আলোচিত দিনাজপুর-৫ (ফুলবাড়ী–পার্বতীপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।

৪ ডিসেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার বিকেলে দলীয় মনোনয়ন ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আনন্দ উল্লাস দেখা যায়, পরে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি বিষয়টি নিশ্চিত করেন।

ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান মনোনয়ন পাওয়াই দিনাজপুর-৫ আসনের তৃণমূল বিএনপি নেতা–কর্মীদের মধ্যে আনন্দের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আজকের মনোনয়নের মধ্য দিয়ে দিনাজপুর-৫ আসনে সুস্থ ধারার রাজনীতির সূচনা হতে পারে।

ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন আমার আপোষহীন নেত্রী মানবতার মা বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় আনন্দ উল্লাস করা থেকে সবাই বিরত থাকি এবং দলের সকল ভেদাভেদ ভুলে গিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ