
এ এইচ নান্টু, স্টাফ রিপোর্টার (বাগেরহাট)।
বাগেরহাটের রামপালে দিনব্যাপী তারুণ্যের উৎসব পালন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে বাল্য ও নারী নির্যাতন প্রতিরোধ, সামাজিক নিরাপত্তামূলক সচেতনতা সভা, জলবায়ু পরির্তন বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা, স্বাস্থ্য পরীক্ষা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পিঠা উৎসবে বিশেষ অথিতির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা’র সঞ্চালনায় আরো বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, কৃষি কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ আলী, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, এআরডিও মো. হাবিবুর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, জামায়াতের উপজেলা শিক্ষা বিষয়ক আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#