রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

সেতাবগঞ্জে জনদুর্ভোগ তুলে ধরে পিনাকের দাবি—‘চিনিকল চালু করুন’

মোঃ সালাম রাব্বানী স্টাফ রিপোর্টার,দিনাজপুর।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর।

দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলসহ রাষ্ট্রীয় মালিকানাধীন ৬টি চিনিকল বন্ধের পাঁচ বছর পূর্তি উপলক্ষে সোমবার (১ ডিসেম্বর) সকালে ‘কালো দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে সেতাবগঞ্জ চিনিকলের প্রধান ফটকের সামনে চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আন্দোলন পরিষদের আহ্বায়ক বদরুদ্দোজা (বাপন)-এর সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন ও সেতাবগঞ্জ পৌর বিএনপির উপদেষ্টা এম ওয়ালী ফ্লাড।

এ ছাড়া যুবনেতা সোহাগ হোসেন, রাজু আহমেদ, শহিদুল ইসলাম, ফাহাদ চৌধুরী, নাজমুল হোসেন এবং জামায়াত নেতা কাজী নুরে আলমসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্য ও ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য তৎকালীন সরকার হঠাৎ করেই রাষ্ট্রীয় মালিকানাধীন ৬টি চিনিকল বন্ধ করে দেয়, যার ফলে হাজারো আখচাষী, শ্রমিক, কর্মচারী ও ব্যবসায়ী পরিবার কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

বক্তারা আরও জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম ধাপে সেতাবগঞ্জ ও শ্যামপুর চিনিকল পুনরায় চালুর সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অনুমোদন করলেও এখনো তা ছাড় করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে বরাদ্দকৃত অর্থ ছাড় ও অন্যান্য বন্ধ চিনিকল চালুর উদ্যোগ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পেশাজীবীসহ শতাধিক স্থানীয় মানুষ অংশ নেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ