সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

সেন্টমার্টিন থেকে ফেরার পথে সাগরে স্পিডবোট দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি।

সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে শাহপরীরদ্বীপ ঘোলারচর এলাকায় একটি স্প্রীটবোট দুর্ঘটনায়  মা- মেয়ে দুইজনের প্রাণহানির  ঘটনা ঘটেছে।

শনিবার ১ ডিসেম্বর সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত স্পিডবোটটিতে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৭ জন যাত্রী ছিলেন। স্পিডবোট চালক মোঃ আরিফ জানান, সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে শাহপরীরদ্বীপের ঘোলারচর এলাকায় উত্তাল সাগরের ঢেউয়ের কারণে বোটটি হঠাৎ উল্টে যায়। পরে অন্য একটি স্পিডবোট এসে দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিফ আলভী জানান, দুর্ঘটনায় সেন্টমার্টিন পূর্বপাড়া এলাকার মরিয়ম খাতুন (৩৫) এবং মহিমা (৫) হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।
সাগর উত্তাল থাকার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।###

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ