
এমদাদুল হক , স্টাফ রিপোর্টার ( ভোলা)
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভোলা জেলা ছাত্রকল্যাণের সভাপতি নির্বাচিত হয়েছেন ফরহাদ হোসেন। তিনি তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত।
শনিবার (২ আগষ্ট) সংগঠনটির প্রধান উপদেষ্টা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক এ কমিটি অনুমোদন করেন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন,সহ সভাপতি আলী আজগর ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিমন,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন জিহাদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মেহেদী হাসান নাঈম।
এর আগের আহ্বায়ক কমিটি প্রধান উপদেষ্টা ও অন্যান্য সকল উপদেষ্টার সিদ্ধান্ত অনুযায়ী বিলুপ্ত করা হয়। নবগঠিত কমিটির সভাপতি ফরহাদ হোসেন (আফনান) বলেন, “ভোলা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের সুযোগ সুবিধায় পাশে থাকাসহ তাদের সর্বাত্মক সহযোগিতা এবং দেশ ও জাতি গঠনে এই সংগঠন ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।