
বালিয়াডাংগী প্রতিনিধি।
মাদ্রাসা শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতে এবারও ফুটবল বিতরণ করলেন সমাজসেবক মো. রায়হান উল্লাহ দুলু। এলাকার ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ এই নিবেদিতপ্রাণ ব্যক্তিটি দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগে খেলাধুলা সামগ্রী বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে ভূমিকা রেখে চলেছেন।
মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, দুলু সাহেবের মতো সমাজবান্ধব মানুষ খুব কমই দেখা যায়। তিনি শুধু ক্রীড়াসামগ্রী দিয়েই থেমে থাকেননি, বরং সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে নানাভাবে সহযোগিতা করে যাচ্ছেন।
এক শিক্ষার্থী মো:শহিদুল ইসলাম আবেগভরা কণ্ঠে জানায়, “দুলু চাচার দেওয়া ফুটবলে আমরা প্রতিদিন খেলি। উনার জন্যই মাঠে আনন্দ পাই।”
এ বিষয়ে মো. রায়হান উল্লাহ দুলু বলেন, “আমি চাই আমাদের সন্তানরা মোবাইল-ইন্টারনেট থেকে একটু বের হয়ে মাঠমুখী হোক। খেলাধুলা শুধু শরীর না, মনও ভালো রাখে।”
এলাকার স্থানীয় থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা, দুলু সাহেবের মতো উদ্যোগবান মানুষ সমাজে আরও এগিয়ে আসবেন।