
তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি।
চট্টগ্রাম বাঁশখালী পুইছড়ি প্রেমবাজারের ব্যবসায়ী মিস্ত্রি মহরম আলী (৩৫)নামের এক ব্যক্তির দোকানে আগুন দেওয়া হয়,২/৮/২৫ ইং রোজ শনিবার রাত্রে আনুমানিক ১২টা ২৪মিনিটে মহরম আলীর দোকানের সামনে ছোট আকার আগুন জ্বলতে দেখে প্রেম বাজারে প্রহরী জামাল হোসেন (৪৫)দেখে ফেলে, সে দ্রুত ঘটনাস্থলে গেলে সেখান থেকে একটি সিএনজি দেখতে পাই তখন সে প্রহরী জামাল হোসেন ঐ সিএনজিকে বাধা দিতে চেষ্টা করলে তার উপর গাড়ি তুলে দিয়ে তাৎক্ষণিক ভাবে দুষ্কৃতকারীরা ঘটনাস্থল ত্যাগ করে , জামাল হোসেন প্রহরী তখন সেই চিল্লাচিল্লি করার কারণে আরু মানুষ ঘটনাস্থলে এসে আগুন দোকানের বাইরে থেকে ভিতরে প্রবেশ না করার আগে জামাল হোসেন প্রহরী সহযোগিতাই আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে মিস্ত্রি মহরম আলী খবর পেয়ে ঘটনা স্হানে এসে নিশ্চিত করেন তার দোকানে আগুন দেওয়ার কথা, মিস্ত্রি মহরম আলী তাৎক্ষণিক ভেঙ্গে পড়ে আল্লাহর কাছে শুকরিয়া করল কারণ তার ব্যবসা প্রতিষ্ঠানের পিছনের রুমে তার একজন কর্মচারী হিন্দু বাপ্পারাজ (১৫)ঘুমন্ত অবস্থায় ছিল, যদি সামনের গিরিল দিয়ে আগুন বিস্তার লাভ করলে আমার ওই কর্মচারী কোন মতে বাঁচতে পারত না , নিশ্চিত মৃত্যু, সেজন্য সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে,আল্লাহ যেন আমাকে একটা বড় বিপদ থেকে রক্ষা করেছে।
মিস্ত্রি মহরম আলী আরো বলল আমার সাথে যে এত বড় প্রতিহিংসা মূলক আচরণ করেছে ওনার উপযুক্ত বিচার দাবি করছি,তখন আমি সংবাদ গুলো সংগ্রহ করার জন্য প্রেম বাজারের বাজার কমিটির সাথে যোগাযোগ করলে বাজার কমিটির সভাপতি ইলিয়াস সওদাগর আমাকে জানিয়েছেন অপরাধী সনাক্ত করা হয়েছে ও অপরাধ কার্যকর্মে ব্যবহারিত সিএনজিটি আটক করা হয়েছে, মিস্ত্রী মহরম আলীর একটাই দাবি অপরাধীর উপযুক্ত বিচার হোক। অপরাধীর জুনাইদের ছবি দেওয়া হল।