রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

কটিয়াদীতে ডেউটিন ও চেক বিতরণ 

মোঃ জজ মিয়া কিশোরগঞ্জ প্রতিনিধি,
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

মোঃ জজ মিয়া
কিশোরগঞ্জ প্রতিনিধি,

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসা,দুঃস্থ ও অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরি ব্যয় নির্বাহের জন্য চেক ও ডেউটিন বিতরণ করা হয়েছে।

সোমবার(২৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় ডেউটিন ও চেক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ,মডেল থানার ওসি তরিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম ফুলু,উপজেলা যুব দলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদসহ উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারি,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ