মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও নকলা মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ ।

সিনিয়র স্টাফ রিপোর্টার: রকিব হাসান রবিন, নকলা, শেরপুর।
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৩০০ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টার: রকিব হাসান রবিন, নকলা, শেরপুর।

শেরপুর জেলার নকলা উপজেলার ঐতিহ্যবাহী দুটি উচ্চ বিদ্যালয় নকলা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও পাশাপাশি নকলা মডেল উচ্চ বিদ্যালয়, দুটি প্রতিষ্ঠানের রেজাল্ট প্রকাশ করেন ৩০ ডিসেম্বর রোজ সোমবার ১১ ঘটিকায়।অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানে কার্যক্রম শুরু করেন এবং স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন।
নকলা সরকারি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত বক্তব্য রাখেন দাতা সদস্যগন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা, বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, জেলা বিএনপির সম্মানিত সদস্য এনামুল হক রিপন, ফিরোজ, রাবেয়া উমেদ আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শামীমা নাসরীন রুমি খান, ও অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ,উপস্থাপনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক নাজিম উদ্দীন,

রাবেয়া- উমেদ আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শামীমা নাসরীন রুমি খান বক্তব্য রাখেন এবং তার পক্ষ থেকে নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত প্রথম দিতীয় ততৃীয় স্থান অধিকারী তিন জন কে ক্রেস্ট প্রদান করেন,
এবং নকলা মডেল উচ্চ বিদ্যালয়ে রাবেয়া উমেদ আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শামীমা নাসরীন রুমি খান উপস্থিত থেকে তিনি বলেন আমি এই বিদ্যালয়ের একজন ছাএী এখানেই আমার শৈশব ও কিশোর কাল কেটেছে, এই বিদ্যালয়ে লেখাপড়া ও খেলাধুলার মাধ্যমে আমরা অনেক সুনাম অর্জন করেছি নকলা, শেরপুর, ও বিভাগীয় পর্যায় থেকে, এই বিদ্যালয়ে আমার অনেক স্মৃতি আছে, ৬ ষষ্ঠ থেকে ১০ ম শ্রেণী পর্যন্ত প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে ১৪ টি ক্রেস্ট প্রদান করে থাকেন ,সর্বোচ্চ নাম্বার দাতা,সর্বোচ্চ উপস্থিতি দের ক্রেস্ট প্রদান করেন, এখানে উপস্থিত বক্তব্য রাখেন নকলা চৌধুরী ছবুরুননেছা মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর শহিদুল ইসলাম, বেলায়েত হোসেনসহ, সকল শিক্ষক ও অভিভাবকগণ, এবং উপস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষক ছামিউল মুক্তা প্রমোখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ