মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

সাবেক মাননীয় হুইপ মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর পুত্র ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর পক্ষ থেকে বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন।

সিনিয়র স্টাফ রিপোর্টার: রকিব হাসান রবিন, নকলা, শেরপুর।
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টার: রকিব হাসান রবিন, নকলা, শেরপুর।

ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন মহান বিজয় দিবস আজ সোমবার (১৬ ডিসেম্বর)। এটি বাঙালি জাতির আত্মগৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ। এই বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব-মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম হানাদারমুক্ত বাংলাদেশ রাষ্ট্রের।

৩০ লাখ শহীদের জীবন আর দুই লাখ মা-বোনের ত্যাগ এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাঁথা গণবীরত্বে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি।
৫৩ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নকলা উপজেলা বিএনপির উদ্যোগে, একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকাল ৮ টায় সরকারি হাজী জাল মামুদ কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।এরপর সকাল ৮:৩০ মিনিটে জাতীয়তাবাদী দল বিএনপি,ছাত্রদল,যুবদল ও এর সকল অঙ্গ ও সহোযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।ফ্যাসিস্ট সরকার যাতে আর আমাদের আঁকড়ে ধরতে না পারে,আমাদের মা মাটি যাতে আমরাই ধরে রাখতে পারি সেই আহবান জানান সাবেক হুইপ মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর সুযোগ্য পুত্র শেরপুর ২ নকলা-নালিতাবাড়ী আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা জনাব ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ