
স্টাফ রিপোর্টার গোলাম জিলানী দিরাই :
জগদল ইউনিয়নের প্রখ্যাত রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ আবু তাহের মাষ্টার-এর ৭ম মৃত্যুবার্ষিকী আজ ১২ই ডিসেম্বর। এ উপলক্ষে তাঁর পরিবার, রাজনৈতিক সহযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসী গভীর শ্রদ্ধায় তাঁকে স্মরণ করছেন।
মোঃ আবু তাহের মাষ্টার দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন জগদল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, জগদল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও গভর্নিং বডির সদস্য, জগদল কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মত্তলী, এবং জগদল বাজার কমিটির সাবেক সেক্রেটারী।
তাঁর নেতৃত্বে এলাকার শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসেবামূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে এগিয়ে যায়। সামাজিক দায়িত্ববোধ, সততা ও মানবিক মূল্যবোধের জন্য তিনি ছিলেন সর্বমহলে সম্মানিত।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মাহফিল, কোরআনখানি এবং গরিব-দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে বলে পরিবার জানায়।
পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং বলেন—“তিনি ছিলেন এলাকার একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, মানবিক নেতা ও সর্বস্তরের মানুষের অভিভাবকস্বরূপ ব্যক্তিত্ব।”