
মোঃ তাজুল ইসলাম
বোয়ালখালী প্রতিনিধি:
ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফের অন্যতম হযরত শাহসুফী মাওলানা সৈয়্যদ মুহাম্মদ মজহারুল ইসলাম ফকির মাওলানা আল মাইজভান্ডারী প্রকাশ ইসলাম মওলা (কঃ) এর ৪৩ তম বার্ষিক ওরশ শরীফ আগামী ১৪ ডিসেম্বর, ২৯ অগ্রহায়ণ রোজ: রবিবার আহলা দরবার শরীফে তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ এর ব্যবস্হাপনায় মহাসমারোহে অনুষ্ঠিত হবে।
মহতি ওরশ মাহফিলে ছদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন আহলা দরবার শরীফ এর বর্তমান সাজ্জাদানশীন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত শাহসুফি আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ এমদাদুল ইসলাম আল মাইজভান্ডারী ছাহেব কেবলা (মঃজিঃআ)
সার্বিক তত্বাবধানে থাকবে, আহলা দরবার শরীফ এর নায়েবে সাজ্জাদানশীন শাহাজাদা মুফতি সৈয়দ মুহাম্মদ মাঈনুল ইসলাম জুনায়েদ ছাহেব আল মাইজভান্ডারী।
উক্ত ওরশ শরীফ,ভক্ত-আশেকানদের প্রতি তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ কতৃক যে সকল নির্দেশনা রয়েছে তা মেনে চলুন, মিলন মেলায় দেশ-বিদেশের সকল ভক্ত আশেকগন হাজির হয়ে মহান মুর্শীদ ইসলাম মওলা (কঃ) এর রূহানী ফয়েজ হাসিল করার অনুরোধ জানিয়েছেন।