
স্টাফ রিপোর্টার গোলাম জিলানী :
দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক মোহাম্মদ হারুন মিয়া-কে যুক্তরাজ্য গমন উপলক্ষে এক আন্তরিক বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংগঠনের সভাপতি দেবাশীষ দাস দেবলের সভাপতিত্বে এবং সমাজ কল্যাণ সম্পাদক মারুফ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে দিরাইয়ের সাংবাদিক, শিক্ষক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক, দিরাই সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা, দৈনিক সিলেটের সমাচার পত্রিকার চেয়ারম্যান এবং দিরাই প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন মিয়া। তিনি দিরাইয়ের মানুষ, সহকর্মী সাংবাদিক ও দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই ডিগ্রি কলেজের অধ্যাপক রফিকুল ইসলাম; জগদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান লাল মিয়া; দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা সর্দার রুমী।
এছাড়া বক্তব্য রাখেন দিরাই ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহজাহান সিরাজ; দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা মুস্তাহার মিয়া মুস্তাক; বিশিষ্ট সমাজসেবক মোসলেহ উদ্দীন,সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুজ্জামান বদরুল,সাংবাদিক নাঈম তালুকদার,সাংবাদিক পাবেল হাসান,দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের সহ-সভাপতি নান্টু দাস; সাধারণ সম্পাদক গোলাম জিলানী; সাংগঠনিক সম্পাদক ইমরান মিয়া; প্রধান সমন্বয়ক মোঃ রুবেল মিয়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য আঈনুল হক, তখদ্দুছ মিয়া, সদস্য ও সহকারী সচিব মোঃ মাসুম মিয়া, আরিফ রব্বানী সোহাগ, মোঃ রশিদ আহমদ টুনু মিয়া, শহিদুল ইসলাম, হোসাইন আহমদ, প্রিয়ান্ত তাং, কৃপেন্দ্র দাস, সামসুল আলম, ইমরান আহমেদ, সুজন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শেষে মোহাম্মদ হারুন মিয়ার সুস্থতা, সফল যাত্রা ও ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য দোয়া ও শুভকামনা করা হয়।